নাচোলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম নিহত

হোম পেজ » রাজশাহী » নাচোলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম নিহত
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫


নাচোলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম নিহত

সাগরকন্যা প্রতিবেদক, নাচোল (চাঁপাইনবাগঞ্জ)

নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হামিদপুরে নাচোল–আমনুরা সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নাচোল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।

ওনি জুম্মার নামাজ পড়াতে যাচ্ছিলেন বলে পুলিশ জানায়।

হামিদপুর এলাকায় চাঁপাইনবাগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা দুর্ঘটনাকলিত বাসটি জব্দ করেছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

গৌরহরণ নিয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৪৬ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ