
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
শারদীয় দুর্গাপূজার নবমীতে পিরোজপুরের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে জাতীয়তাবাদী ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষ থেকে পূজার্থীদের শুভেচ্ছা পৌঁছে দেন তাঁর কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার। এসময় স্থানীয় নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ব্যারিস্টার জুবায়ের হায়দার বলেন, পিরোজপুরে হিন্দু-মুসলিমসহ সব ধর্ম-বর্ণের মানুষ শত শত বছর ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এই বন্ধন ভাঙতে চায় একশ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী। তাই সমাজে কোনো ধরনের অসাম্প্রদায়িকতা ও বিভাজন সৃষ্টি করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, পশ্চাদপদ পিরোজপুরকে এগিয়ে নিতে হলে উন্নয়নমুখী, প্রগতিশীল এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম জনপ্রতিনিধিকে বেছে নিতে হবে। কেবল সাময়িক স্বার্থের রাজনীতি নয়, টেকসই উন্নয়ন নিশ্চিত করার মতো নেতৃত্বের প্রয়োজন।
পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপ ও মন্দিরগুলোতে চলমান সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজখবর নেন এবং পূজার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও পূজায় অংশগ্রহণকারী ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার্থে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এ সময় স্থানীয়রা বলেন, ধর্মীয় উৎসবে রাজনৈতিক নেতাদের উপস্থিতি তাদের অনুপ্রেরণা যোগায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করে। পূজা মন্ডপগুলোতে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
আরএইচ্এম/এমআর