কলাপাড়ায় বিএনপি কেন্দ্রীয় নেতার পুজামন্ডপ পরিদর্শন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিএনপি কেন্দ্রীয় নেতার পুজামন্ডপ পরিদর্শন
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতৃবৃন্দ  পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার রাত ৯ টার দিকে কেন্দ্রীয় পুজা মন্ডপ জগন্নাথ আখড়া নাট পুজা মন্ডপ পরিদর্শন করেন তারা।

এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ,বি,এম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন’ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাক আর না যাক, বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না, আপনার যে অধিকার আমারও সে একই অধিকার। আ’লীগ সরকার পতনের পর বিএনপি নেতারা আপনাদের মন্দির পাহাড়া দিয়েছে,আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে, যাতে আপনাদের কোন সমস্যা না হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু বিশ্বাস সহ অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ।
এদিকে, অপর একটি সূত্র জানায়,বিএনপি’র নেতৃবৃন্দ পর্যায়ক্রমে মহিপুর থানা সহ উপজেলার সকল পুজা মন্ডপ পরিদর্শন করেন।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১১ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ