৫৪ বছরের বঞ্চনার অবসান ছাতকে আধুনিক মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও

হোম পেজ » সর্বশেষ » ৫৪ বছরের বঞ্চনার অবসান ছাতকে আধুনিক মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


৫৪ বছরের বঞ্চনার অবসান,

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতকে অবহেলিত মৎস্যজীবীদের দীর্ঘ ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে আধুনিক মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থানীয়দের মতে, এই বাজার স্থাপনের মাধ্যমে শতাধিক মৎস্যজীবী পরিবার ন্যায্যমূল্যে মাছ বিক্রির সুযোগ পাবেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া গোবিন্দগঞ্জে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডেরও সূচনা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইউএনও তরিকুল বলেন, মৎস্যজীবীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রাখবে।

ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে আমরা বাজারের দাবি করেছি। আজকের ইউএনও স্যার আমাদের স্বপ্ন পূরণ করলেন। সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া জানান, এই বাজার আমাদের সন্তানদের ভবিষ্যৎ বদলে দেবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও তরিকুল মানবিক ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে সাড়া ফেলেছেন। অবৈধ বালু উত্তোলন, মাদক ও অপপ্রচার রোধে তার কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। নতুন মাছ বাজার প্রতিষ্ঠা তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরেকটি মাইলফলক হয়ে উঠলো।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪৮ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ