আদালতের নির্দেশনা অমান্য গৌরনদীতে তৃতীয়বারের মতো চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ

হোম পেজ » বরিশাল » আদালতের নির্দেশনা অমান্য গৌরনদীতে তৃতীয়বারের মতো চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে তৃতীয়বারের মতো চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তৃতীয়বারের মতো পাকা দেয়াল তুলে ২০টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই পরিবারের সদস্যরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের গৌরনদী পৌরসভার তিখাসার মহল্লায় শ্রমিক নিয়ে দেয়ালটি নির্মাণ করেন সৌদি প্রবাসী কামাল সরদার। ভূক্তভোগী নুরুজ্জামান খান জানান, আদালতের ১৪৪ ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞা সত্ত্বেও কামাল সরদার ভাড়াটিয়া লোকজন এনে জোরপূর্বক দেয়াল নির্মাণ করেছেন। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও তারা ঘটনাস্থলে যাননি।

এর আগে ১৭ সেপ্টেম্বর আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিষেধাজ্ঞা জারি করেন এবং ১৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সে সময় গৌরনদী মডেল থানার এসআই মো. আমির হোসেন বিবাদীর উপস্থিতিতে নির্দেশ জারি করেন।

স্থানীয় সূত্র জানায়, কামাল সরদার রাস্তার জায়গাটি নিজের ক্রয়কৃত সম্পত্তি দাবি করে একাধিকবার দেয়াল তুলেছেন। প্রথমবার স্থানীয়রা দেয়াল ভেঙে ফেললে দ্বিতীয়বার ১৪ সেপ্টেম্বর আবারও দেয়াল নির্মাণ করেন। তখন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে দেয়াল ভেঙে রাস্তা উন্মুক্ত রাখার নির্দেশ দেন।

তৃতীয় দফায় ২৮ সেপ্টেম্বর ফের দেয়াল তুলে পথ বন্ধ করেন কামাল সরদার। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা নিজেদের অর্থে রাস্তাটি মেরামত করে আসছেন। পৌরসভা রাস্তাটি সংস্কার করতে আসলে কামাল সরদার বাধা দেন এবং নিজের জমি দাবি করে দেয়াল নির্মাণ করেন।

কামাল সরদার বলেন, ২০১১ সালে ক্রয় করা ২০ শতক জমির মধ্যে তিনি প্রধান সড়কের জন্য এক শতক দিয়েছেন। বাকি দুইটি রাস্তার জন্য জমি না দেওয়ায় স্থানীয়রা দেয়াল ভেঙেছে, তাই তিনি পুনরায় নিজের সম্পত্তিতে দেয়াল তুলেছেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫২ ● ১৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ