মির্জাগঞ্জে উপজেলা নির্বাচনে জামায়াতের তিন প্রার্থী ঘোষণা

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে উপজেলা নির্বাচনে জামায়াতের তিন প্রার্থী ঘোষণা
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


মাওলানা মুহা. সিরাজুল হক ও মো. নাসির উদ্দীন জাহাঙ্গীর

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিনটি পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে।

২১ সেপ্টেম্বর বরিশাল অঞ্চল জামায়াতের পরিচালক সহকারী জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই প্রার্থীরা প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

ঘোষিত প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সুরা সদস্য মাওলানা মুহা. সিরাজুল হক, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. নাসির উদ্দীন জাহাঙ্গীর এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. উম্মে আম্মারা শিমু।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. সিরাজুল হক বলেন, তৃণমূলের সিদ্ধান্তে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ঘোষণার পর থেকেই স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১৭:১৭:০২ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ