আগৈলঝাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫


গ্রেফতারকৃত ফয়সাল বেপারী

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের এক গৃহবধূ ২৫ সেপ্টেম্বর বিকেলে পশ্চিমসুজনকাঠী গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান। ওইদিন রাত ১টার দিকে প্রকৃতির ডাকে বাইরে গেলে ওঁৎ পেতে থাকা ২-৩ জন যুবক তার মুখ বেঁধে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে পশ্চিমসুজনকাঠী গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার এবং পূর্বসুজনকাঠীর আলী বেপারীর ছেলে ফয়সাল বেপারীসহ তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে।

গৃহবধূ মুখ বাঁধা অবস্থায় কোনোমতে মুক্ত হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ধর্ষকরা পালিয়ে যায়। পরে ওই নারী বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা করেন (মামলা নং-১২/২৬-৯-২০২৫)।

পুলিশ ওই মামলার আসামি ফয়সাল বেপারীকে একই দিন রাতে বাইপাস সড়কের চৌরাস্তা মোড় এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয় এবং ধর্ষিতাকে ওসিসিতে চিকিৎসা পরীক্ষার জন্য নেওয়া হয়।

ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৩ ● ১৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ