
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকত এলাকা হয়ে পর্যটন হলিডে হোমসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে রাজনৈতিক নেতাকর্মী, পর্যটন ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। এতে পুরো কুয়াকাটা শহর উৎসবমুখর হয়ে ওঠে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের জোন ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী এবং কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ।
বক্তারা বলেন, কুয়াকাটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও বিনোদন সুবিধা উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা জরুরি।
ব্যবসায়ীরা বলেন, সৈকতের সৌন্দর্য সংরক্ষণ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো গড়ে তুললে কুয়াকাটা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পরিচিতি পাবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, কুয়াকাটার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সব ধরনের সমস্যার সমাধানে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।