কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসা সংলগ্ন মাঠে  এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান ইউলেট মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকের প্রতিষ্ঠতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভাতিজা ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহামুদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া , যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি আল মাহামুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিখি বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহামুদ হোসেন বলেন,‘দেশ ও দেশের মানুষকে উন্নত করতে চাইলে জনকল্যাণমুখী নানা কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’
হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে বিএনপির নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। এটা তারেক রহমানের নির্দেশ।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১১:১৫:৪১ ● ১৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ