রাজাপুর নেছারিয়া দাখিলে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

হোম পেজ » বরিশাল » রাজাপুর নেছারিয়া দাখিলে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫


শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, উজিরপুর (বরিশাল)

 

উজিরপুরের রাজাপুর নেছারিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

নিয়োগ বঞ্চিত এক প্রার্থী লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

অভিযোগকারী মোহাম্মাদ অলিউল ইসলাম। তিনি দক্ষিণ সাতলা গ্রামের মো. আবুল কালাম বালীর ছেলে। তিনি এবতেদায়ী প্রধান পদে আবেদন করেছিলেন।

অভিযোগে বলা হয়েছে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদির মাদ্রাসায় ডোনেশনের নামে দুই লাখ টাকা দাবি করছিলেন। নিয়োগের জন্য তিনি ২০ হাজার টাকা দিয়েছেন বলে জানিয়েছিলেন আবেদনকারী।

মাদ্রাসায় লিখিত ও মৌখিক পরীক্ষা ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অভিযোগকারীর দাবি তিনি প্রথম হয়েছেন। কিন্তু বোঝাপড়া মতো দুই লাখ টাকা দিতে না পারায় মাদ্রাসা কর্তৃপক্ষ অন্য প্রার্থী মো. আলামিন মিয়াকে নিয়োগ দিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে।

রাজাপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদিরকে ফোন করলে সাংবাদিকদের কথা শুনে তিনি ফোন রিসিভ করেননি। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, এই নিয়োগে কোনো অনিয়ম হয়নি। যে প্রার্থী প্রথম হয়েছিল তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সুপারের ব্যক্তিগত কোনো ঘটলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হবে, তিনি বলেন।

উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেনকে বহুবার ফোন করেও যোগাযোগ সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন অভিযোগকারীকে মাদ্রাসা শিক্ষাবোর্ডে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। বোর্ড যদি আমাকে ব্যবস্থা নিতে বলে তখন আমি ব্যবস্থা নেব, তিনি বলেন। তিনি বলেন নিয়োগ পরীক্ষার সময় মাদ্রাসা বোর্ডের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৪:২২ ● ১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ