
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহতাজারাব সালেহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, গণ অধিকার পরিষদ উপজেলা সভাপতি সোলায়মান তুহিন, জামায়াত ইসলামের উপজেলা সাধারণ সম্পাদক মো. বাইজিদ শরীফ, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামালসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দায়িত্ব পালন করলে সোনার বাংলা গড়া সম্ভব।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। জনগণ যাতে সহজে ও স্বচ্ছভাবে সেবা পায়, সেটিই মূল লক্ষ্য।
সভায় বক্তারা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, বেকারত্ব নিরসন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।