কুয়াকাটায় বাতিঘরের উদ্যোগে ৫ শতাধিক তালের বীজ রোপণ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় বাতিঘরের উদ্যোগে ৫ শতাধিক তালের বীজ রোপণ
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


 

কুয়াকাটায় বাতিঘরের উদ্যোগে ৫ শতাধিক তালের বীজ রোপণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

‘সবুজ গ্রাম, সবুজ দেশ-এই আমাদের বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর কুয়াকাটায় ৫ শতাধিক তালের বীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটার তুলাতলী-কচ্ছপখালী সড়কের দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়। সবুজায়ন প্রকল্প ২০২৫-এর আওতায় দ্বিতীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, সড়কটির সৌন্দর্য বর্ধনে তালের পাশাপাশি কৃঞ্চচুড়া ও নয়নচুড়ার চারা রোপণ করা হবে।

সংগঠনের সভাপতি ইলিয়াস রেজা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে উপকূলের বন উজাড় হচ্ছে। অবকাঠামো নির্মাণ, বাড়িঘর, শিল্প ও বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশ উষ্ণ হয়ে উঠছে। এ পরিস্থিতিতে সবুজায়নের বিকল্প নেই।

তিনি আরও বলেন, সবুজায়ন পরিবেশের ভারসাম্য রক্ষায় যেমন সহায়ক, তেমনি সৌন্দর্যও বৃদ্ধি করবে।

এ সময় সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সদস্য মাসুম খলিফা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার এবং কচ্ছপখালী জামে মসজিদের ইমাম মাওলানা মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৮ ● ২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ