বঙ্গোপসাগরে ধরা পড়া এক ইলিশ বিক্রি সাড়ে ৬ হাজারে

হোম পেজ » কুয়াকাটা » বঙ্গোপসাগরে ধরা পড়া এক ইলিশ বিক্রি সাড়ে ৬ হাজারে
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


বঙ্গোপসাগরে ধরা পড়া ইলিশ বিক্রি সাড়ে ৬ হাজারে

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটার আশাখালীতে ২ কেজি ১০০ গ্রাম ওজনের এক বড় ইলিশ বিক্রি হয়েছে ৬ হাজার ৫৬২ টাকায়। মাছটি ডাকের মাধ্যমে আড়ৎ মেসার্স হামিম ফিসে আনা হলে ক্রেতা বন্ধন ফিস- ২ থেকে কিনেছেন।

জেলে গিয়াসউদ্দিন জানান, মাছটি বঙ্গোপসাগরের আশাখালী মোহনায় জাল তুলার সময় ধরা পড়েছে। ক্রেতা ইলিয়াস হোসেন বলেন, সাধারণত ২-২.৫ কেজির ইলিশ খুব কম ধরা পড়ে; এটি ঢাকায় পাঠানো হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। উপকূলীয় ও গভীর সমুদ্রের জেলেরা এখন বড় ইলিশ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১:৪২:০৫ ● ১২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ