পিআর পদ্ধতির নির্বাচনবিরোধী বিক্ষোভ পিরোজপুরে

হোম পেজ » পিরোজপুর » পিআর পদ্ধতির নির্বাচনবিরোধী বিক্ষোভ পিরোজপুরে
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


পিআর পদ্ধতির নির্বাচনবিরোধী বিক্ষোভ পিরোজপুরে

সাগরকন্যা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর ব্যবস্থাপনায় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন।

বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচন জনগণ মেনে নেবে না। জনগণ চায় স্বাভাবিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন সম্ভব হবে।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান (রাজু), সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদল মোঃ সোহাগ ফকির, সাবেক সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৩২:৩৮ ● ১৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ