গৌরনদীতে পৌর ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে পৌর ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে পৌর ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলায় পৌর ছাত্রদলের উদ্যোগে সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাস, মসজিদের আঙ্গিনা, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, গৌরনদী হোমি ও প্যাথিক মেডিকেল কলেজ, চাঁদশী রোডের কাঁচা বাজারসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন পৌর ছাত্রদলের নেতারা এবং তাদের সঙ্গে সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

শেষে গৌরনদী কেন্দ্রীয় মসজিদের আঙ্গিনায় বিভিন্ন ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। সামাজিক এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিরা রহমান সাদ্দাম।

এতে অংশ নেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল কাওসার হোসেন, পৌর ছাত্রদল নেতা রনি আহমেদ, ৪নং ওয়ার্ড সহ সভাপতি মো. রমজান আহম্মেদ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল মুহিন ও রায়হান, উপজেলা ছাত্রদল নেতা মো. ইমন, পৌর ছাত্রদল নেতা এবং গৌরনদী কলেজের নেতা রিদয় সরদারসহ সকল নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৭ ● ১৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ