আগৈলঝাড়ায় ২৭ লক্ষ টাকার ব্রীজে মই বেয়ে পারাপার

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ২৭ লক্ষ টাকার ব্রীজে মই বেয়ে পারাপার
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় ২৭ লক্ষ টাকার ব্রীজে মই বেয়ে পারাপার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় কলেজ শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে বাঁশের মই দিয়ে ২৭ লক্ষ টাকার ব্রীজ পারাপার হতে হচ্ছে। উচ্চ ব্রীজে মই বেয়ে ওঠার সময় অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই অব্যবস্থার কারণে স্থানীয়রা ক্ষোভে রনয়েছেন, তবে প্রভাবশালী ঠিকাদারের ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিহার ইউনিয়নের বাশাইল কলেজের শিক্ষার্থীদের পারাপারের সুবিধার জন্য ২০২৩ সালের ১২ এপ্রিল ওয়াপদা খালের উপর ২৭ লাখ ৭৯ হাজার ৬১৮ টাকায় ব্রীজ নির্মাণের টেন্ডার আহবান করা হয়। মুলাদী উপজেলার বান্দ রোডের ‘মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ’ টেন্ডারটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান ২০২৩ সালের ৬ আগস্ট কাজ শুরু করে।

চলতি বছরের মার্চ মাসে ব্রীজের মূল কাঠামোর কাজ শেষ হলেও, ছয় মাস ধরে ব্রীজের দু’পাশের অ্যাপ্রোস সড়ক নির্মাণ হয়নি। ফলে শিক্ষার্থী ও সাধারণ লোকজনকে আজও বাঁশের মই বেয়ে ব্রীজ পার হতে হচ্ছে। প্রতিদিন শতশত মানুষ এই ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন।

বাশাইল কলেজের ফাতেমা আক্তার ও অন্যান্য শিক্ষার্থীরা বলেন, মই দিয়ে ব্রীজ পারাপার করা খুবই কষ্টকর। অনেক সময় আমরা মই থেকে ছিটকে পানিতে পড়ে যাই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন, টেন্ডারটি আমার দায়িত্ব নেওয়ার আগে হয়ে গেছে। সরেজমিন দেখে দ্রুত ব্রীজের অ্যপ্রোস সড়ক নির্মাণের ব্যবস্থা করা হবে।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ-এর মালিক মো. বাদল হোসেন সাংবাদিকদের বলেন, আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও আমি সরাসরি কাজ করতে পারিনি। যারা কাজ করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে ব্রীজের অ্যাপ্রোস সড়কের কাজ সম্পন্ন করানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৩:১২ ● ১৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ