
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) বাংলাদেশি ভিজ্যুয়াল আর্টিস্ট সুনীল কুমারের একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গুলশানে আয়োজিত এ প্রদর্শনীতে শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান শিল্পী মনিরুল ইসলাম। উদ্বোধনের পর পরিবেশিত হয় মনোমুগ্ধকর গৌড়ীয় নৃত্য “দ্য কালারস অব শক্তি”।
এতে নেতৃত্ব দেন নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা পেরিস ও তার দল। দুর্গাপূজা উৎসবের সূচনায় পরিবেশিত এ নৃত্য দর্শকদের মুগ্ধ করে।হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের আধুনিক শিল্প একে অপরকে গভীরভাবে প্রভাবিত করেছে। দুই দেশের শিল্পীরা পরস্পরের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন। এই প্রদর্শনী দুই জাতির মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করবে।
তিনি আরও বলেন, সুনীল কুমারের কাজ মানবজীবনের জটিল বর্ণনা ও আশাবাদের প্রকাশ বহন করে। সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অ্যান মেরি জর্জ বলেন, শিল্প মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে। এ উদ্যোগ বাংলাদেশি শিল্পীদের জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করবে।প্রদর্শনীতে সুনীল কুমারের বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার শিল্পভ্রমণ ২৫ বছরেরও বেশি সময়ের। তার কাজ বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সংগ্রহে স্থান পেয়েছে।প্রদর্শনীটি আগামী দুই সপ্তাহ আইজিসিসিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।