গৌরনদীতে স্কুলে শিশুদের নিয়ে রাজনৈতিক কার্যক্রম, ছাত্রদলের বাধা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে স্কুলে শিশুদের নিয়ে রাজনৈতিক কার্যক্রম, ছাত্রদলের বাধা
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে স্কুলে শিশুদের নিয়ে রাজনৈতিক কার্যক্রম, ছাত্রদলের বাধা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া তালা খুলে শিশুদের নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। এতে বাধা দেন স্থানীয়রা ও ছাত্রদল নেতাকর্মীরা।

শুক্রবার সকালে ৮/১০ বছর বয়সী প্রায় ১৫-২০ জন শিশুকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা রাজনৈতিক সংগঠনে উদ্বুদ্ধ করছিলেন বলে অভিযোগ করেন বরিশাল জেলা ছাত্রদলের সদস্য সজিব হাওলাদার। তিনি জানান, বিষয়টি গুপ্ত সংগঠনের কর্মকান্ড মনে হওয়ায় স্থানীয়দের নিয়ে সেখানে উপস্থিত হন। তাদের প্রশ্নের মুখে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সালেহীন জানান, স্কুল কক্ষ ব্যবহারের জন্য কেউ তার অনুমতি নেয়নি। তবে স্কুলের একটি কক্ষের চাবি মসজিদের মুয়াজ্জিনের কাছে থাকায় তার মাধ্যমেই তালা খোলা হতে পারে বলে ধারণা।

এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন গৌরনদী উপজেলা শাখার সভাপতি এইচএম সাব্বির হোসেন বলেন, তাদের দাওয়াতি কার্যক্রমে ছাত্রদল বাধা দিয়েছে বলে জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০০:১৯ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ