বামনায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার

হোম পেজ » বরগুনা » বামনায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫


 

বামনায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত মো. শাহাদাৎ হোসেন (৪০) সকালে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখেন। সকাল ৮টার পরও দরজা না খোলায় পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩৩ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ