
সাগরকন্যা প্রতিবেদক, পবিপ্রবি (পটুয়াখালী)
পরিকল্পনা কমিশনের সদস্যরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধন)’ প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম এবং প্রধান (অতিরিক্ত সচিব) মো: আব্দুর রউফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রকল্পের অগ্রগতি দেখেন।
এসময় তারা পরিদর্শন করেন ৬ তলা ভিতের উপর ৬ তলা একাডেমিক ভবন, ১০ তলা ভিতের উপর ১০ তলা ছাত্রী হল (৬০০ সিট), ১০ তলা ভিতের উপর ১০ তলা ছাত্র হল (৬০০ সিট), ১০ তলা ভিতের উপর ১০ তলা একাডেমিক ভবন,
আবহাওয়া স্টেশন ভবন, অডিটোরিয়াম ভবন (৭০০ সিট)।
বিভিন্ন নির্মাণ কার্যক্রম পরিদর্শনের সময় তারা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই প্রকল্পের মাধ্যমে পবিপ্রবি আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শিক্ষার্থীদের জন্য উন্নত একাডেমিক ও আবাসিক পরিবেশ নিশ্চিত করা আমাদের লক্ষ্য। পরিকল্পনা কমিশনের সরেজমিন পরিদর্শন আমাদের জন্য বড় প্রেরণা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর, ডেপুটি রেজিস্ট্রার, প্রকল্পের উপ-পরিচালক, তত্বাবধায়ক প্রকৌশলী, কনসালটেন্ট, খামার তত্বাবধায়ক, সহকারী অধ্যাপক ও ভিসির একান্ত সচিব প্রমুখ।
উল্লেখ্য, এই উন্নয়ন প্রকল্প শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুসজ্জিত একাডেমিক ও আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে এবং পবিপ্রবিকে দেশের শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আরও সমৃদ্ধ করবে।