বাগেরহাটে বিলুপ্ত আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

হোম পেজ » খুলনা » বাগেরহাটে বিলুপ্ত আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে বিলুপ্ত আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। মঙ্গলবার সকাল ৯টায় এ কর্মসূচি শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন।

বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম বলেন, আসন পুনর্বহালের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে আজ নির্বাচন অফিস ঘেরাওসহ অবস্থান কর্মসূচি হচ্ছে। তিনি জানান, আগামীকালও একই কর্মসূচি পালন করা হবে।

এমএ সালাম আরও বলেন, পূর্ব ঘোষিত অর্ধদিবস হরতালের সিদ্ধান্ত সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হরতালের পরিবর্তে কেবল নির্বাচন অফিস ঘেরাও এবং অবস্থান কর্মসূচি চালানো হচ্ছে। তিনি জানান, দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে জেলা জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১০:৩৭:৪৪ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ