মহিপুরে অভিযান: অবৈধ ট্রলিং ট্রলার ও জালসহ ১২ জেলে আটক

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে অভিযান: অবৈধ ট্রলিং ট্রলার ও জালসহ ১২ জেলে আটক
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


মহিপুরে অভিযান: অবৈধ ট্রলিং ট্রলার ও জালসহ ১২ জেলে আটক

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং ট্রলার ও বেহুন্দী জালসহ ১২ জন জেলেকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহিপুরের নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনা থেকে ২টি ট্রলার, আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ১০ পিস বেহুন্দী জাল এবং ১২ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ট্রলার থেকে সব সরঞ্জাম অপসারণ করা হয়েছে। পরে ট্রলার, জাল ও আটককৃত জেলেদের আইনগত ব্যবস্থার জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:০০:৩২ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ