সমুদ্রে নিখোঁজ সেই পর্যটকের লাশ ডিমেরচর থেকে উদ্ধার

হোম পেজ » খুলনা » সমুদ্রে নিখোঁজ সেই পর্যটকের লাশ ডিমেরচর থেকে উদ্ধার
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


সমুদ্রে নিখোঁজ পর্যটকের লাশ ডিমেরচর থেকে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

পূর্ব সুন্দরবনের কচিখালীর ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হওয়া সেই পর্যটক মাহিত আব্দুল্লাহ (১৬)‘র লাশ নিখোঁজের প্রায় ৩০ঘণ্টা পর রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সাগর থেকে উদ্ধার করেছে জেলেরা। তিনি ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা।

বন বিভাগ ও কোস্ট গার্ড জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাবা ও ভাইদের সঙ্গে ডিমেরচরে সমুদ্রে হাঁটার সময় জোয়ারের স্রোতে ভেসে যান মাহিত। তাৎক্ষণিকভাবে বনরক্ষী ও কোস্ট গার্ডের সদস্যরা তল্লাশি শুরু করে। সন্ধ্যায় মোংলা থেকে ডুবুরি দলও অভিযান চালায়।

রবিবার সকালে আবার তল্লাশি শুরু হলে বিকেলে জেলেরা সমুদ্রে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে কোস্ট গার্ডের হাতে তুলে দেন।

ঘটনাস্থলে নিহতের বাবা শেখ সুলতান মাহমুদ আসাদসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় বন বিভাগ ও কোস্ট গার্ড পশ্চিম জোন বিষয়টি নিশ্চিত করেছে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৭:০৫ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ