মুন্সিগঞ্জে অর্থ-সম্পদ লুটের অভিযোগে যুবদল নেতা, স্ত্রীকে ডিভোর্স

হোম পেজ » ঢাকা » মুন্সিগঞ্জে অর্থ-সম্পদ লুটের অভিযোগে যুবদল নেতা, স্ত্রীকে ডিভোর্স
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


 

মুন্সিগঞ্জে অর্থ-সম্পদ লুটের অভিযোগে যুবদল নেতা, স্ত্রীকে ডিভোর্স

সাগরকন্যা প্রতিবেদক, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার বিরুদ্ধে অর্থ-সম্পদ লুট ও জোরপূর্বক ডিভোর্সের অভিযোগ তুলেছেন তার সাবেক স্ত্রী মৌসুমী হক।

রবিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মৌসুমী হক এসব অভিযোগ করেন। তিনি জানান, ২০১১ সালে প্রথমে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়। পরে ২০২১ সালে ধর্মান্তরিত করে পুনরায় তাকে বিয়ে করেন মুন্না।

অভিযোগে বলা হয়, বিয়ের পর নানা সময়ে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ ও রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট দখল করেন মুন্না। দীর্ঘদিন সংসার চালালেও গত বছর সরকার পতনের পর তার আচরণ পাল্টাতে থাকে। চলতি বছরের মার্চে তিনি জোরপূর্বক ডিভোর্স দেন।

মৌসুমী হক অভিযোগ করেন, ডিভোর্সের পর লুটে নেওয়া সম্পদ ফেরত চান তিনি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন মুন্না এবং ফ্ল্যাট ছাড়তে অস্বীকৃতি জানান। এ ঘটনায় মামলা করলে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে একাধিকবার মোজাম্মেল হক মুন্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩২ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ