
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
রবিবার দুপুরে বাপাউবোর প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী প্রকৌশলী (পুর) নাসরিন ইসলাম মুক্তি এবং সহকারী পরিচালক (প্রশাসন) মো. ফজলুর রহমান রাজীব অংশ নেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, কৃষক মোশারফ হাওলাদার, নূর ইসলাম, সোহেল মোল্লা, আমিরুল হাওলাদার, বেল্লাল, মরিয়ম জাহান মৌরি, মোসাঃ সোমা এবং গবেষক মোসাঃ হালিমা আয়শা আলোচনা করেন। বৈঠকে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী ও সদস্য আখতারুল কবিরও উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, পশ্চিম লোন্দা গ্রামের প্রায় ২৫০টি পরিবার ৪০ বছরেরও বেশি সময় ধরে নদীর জোয়ারে প্লাবিত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। ঘরবাড়ি, কৃষিজমি ও রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। রান্না বন্ধ হয়ে যায়, সন্তানরা স্কুলে যেতে পারে না। অসুস্থ ও গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।
বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু বলেন, প্রায় ২০০ একর তিন ফসলি জমি পানিতে ডুবে থাকে। এক ফসলও ঠিকভাবে চাষ করা যায় না। টেকসই বেড়িবাঁধ এখন সময়ের দাবি।
গবেষক হালিমা আয়শা বলেন, দুই মাসের গবেষণায় দেখা গেছে- কৃষি উৎপাদন কমছে, শিক্ষায় অনাগ্রহ বাড়ছে এবং সুচিকিৎসার অভাব প্রকট হচ্ছে। সব সমস্যার মূলেই রয়েছে বেড়িবাঁধ না থাকা।
বাপাউবোর নির্বাহী প্রকৌশলী ক্ষতিগ্রস্তদের অভিযোগ শোনেন এবং পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপনের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত বছর অক্টোবর থেকে এলাকাবাসী মানববন্ধন, জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ এবং আবেদন জানিয়ে আসছে। তাদের প্রধান দাবি- স্লুইসগেটসহ একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ।