পূর্ব সুন্দরবনে সমুদ্রে ডুবে পর্যটক নিখোঁজ

হোম পেজ » খুলনা » পূর্ব সুন্দরবনে সমুদ্রে ডুবে পর্যটক নিখোঁজ
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


পূর্ব সুন্দরবনে সমুদ্রে ডুবে পর্যটক নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। তাকে উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে জাহাজ এমভি দি এক্সপ্লোরার কচিখালীতে নোঙর করে। পরে পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সীবিচে যান। সেখানে বাবা-মায়ের সঙ্গে গোসলের সময় মাহিত সাগরে তলিয়ে যান। বনরক্ষী ও জাহাজকর্মীরা তাৎক্ষণিক খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেননি।

ট্যুর অপারেটর অব সুন্দরবন অ্যাসোসিয়েশনের (টোয়াস) সেক্রেটারি নাজমুল আজম ডেভিট জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা জাহাজটি রোববার খুলনায় পৌঁছানোর কথা ছিল। নিখোঁজের ঘটনায় নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব জানান, বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৫ ● ২০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ