সরকারি গাছ কর্তন গৌরনদীতে তদন্ত ধামাচাপা দিতে নেতার সমর্থকদের মিছিল!

হোম পেজ » বরিশাল » সরকারি গাছ কর্তন গৌরনদীতে তদন্ত ধামাচাপা দিতে নেতার সমর্থকদের মিছিল!
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে তদন্ত ধামাচাপা দিতে স্বেচ্ছাসেবক দল নেতার সমর্থকদের মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে সরকারি গাছ কাটার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রোকনের বিরুদ্ধে প্রশাসন ও জেলা স্বেচ্ছাসেবক দলের তদন্ত চলমান থাকলেও শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সমর্থকরা টরকী বাসস্ট্যান্ড ও বন্দর এলাকায় মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে স্থানীয় মাদক ব্যবসায়ীরাও অগ্রভাগে ছিল, যা জনমনে আতঙ্ক ও ক্ষোভ বাড়িয়েছে। সমর্থকরা অভিযোগকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে শ্লোগান দেয়। স্থানীয়রা বলছেন, এ ধরনের শো-ডাউন তদন্ত ভিন্ন খাতে নিতে ও প্রভাব খাটানোর কৌশল।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে টরকী বন্দরের ছাগলহাট এলাকায় সাতটি সরকারি গাছ কাটতে গিয়ে রোকনকে হাতেনাতে ধরে পুলিশ গাছ জব্দ করে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দল ১১ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

এ বিষয়ে ওসি তরিকুল ইসলাম জানান, ইউএনওর নির্দেশে কাটা গাছ জব্দ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ইউএনও রিফাত আরা মৌরি বলেন, গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি এবং বিষয়টি ভূমি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নিজামুর রহমান নিজাম বলেন, তদন্ত চলমান রয়েছে, তবে কেন্দ্র ঘোষিত কোনো মিছিল হয়নি।


এমআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩২:১৫ ● ১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ