কুয়াকাটায় মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে জহির হোসেন (৫৫) গুরুতর দগ্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত অন্য দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটি নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ জেলেদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৪:০৬ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ