পবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

হোম পেজ » পটুয়াখালী » পবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


পবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. জামাল হোসেন একটি জাতীয় দৈনিক ও একটি অনলাইনে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

তিনি জানান, ২৮ জুন প্রকাশিত “৫ আগস্টের পর জামাল হোসেনের কাছে ‘জিম্মি’ পবিপ্রবি প্রশাসন” শীর্ষক প্রতিবেদনটি অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার শিক্ষাগত যোগ্যতা ও পদোন্নতি প্রক্রিয়া নিয়মমাফিকভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক জামাল হোসেন আরও বলেন, রাজনৈতিক প্রভাব কিংবা আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে পদোন্নতি লাভের অভিযোগ সঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির দায়িত্ব একাডেমিক যোগ্যতার ভিত্তিতেই বণ্টন করা হয়। সহকর্মীদের সঙ্গেও তিনি কখনো রূঢ় আচরণ করেননি।

ভবিষ্যতে তার বিরুদ্ধে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অধ্যাপক জামাল হোসেন।

এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩২:৫৭ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ