গৌরনদীতে নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচন সম্পন্নসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহে আলম হাওলাদার। তিনি চেয়ার প্রতীক নিয়ে ১,৩৭০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকের প্রার্থী ইলিয়াস ওসমান পেয়েছেন ১০১ ভোট।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিরাজ বেপারী। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ৮৪৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাজ প্রতীকের প্রার্থী এসএম মনিরুজ্জামান পেয়েছেন ৩৯৩ ভোট।

নলচিড়া ক্রেডিট ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩,৫১৭। তবে ঋণখেলাপির কারণে ১,১৫৮ জন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৫৯ জন।

নির্বাচনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি ৪ জন, সম্পাদক ৫ জন, কোষাধক্ষ্য ২ জন এবং সদস্য ৪ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাইনে দাঁড়িয়ে তারা ধৈর্যের সঙ্গে ভোট প্রদান করেছেন।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ সমবায় প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সফল ক্রেডিট ইউনিয়ন হিসেবে খ্যাতি অর্জন করেছে। ২০১৩ সালে সমবায় অধিদপ্তরের আওতাভুক্ত প্রতিষ্ঠানটি জাতীয় স্বর্ণপদক লাভ করে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:২০ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ