বাউফলে ট্রলির সংঘর্ষে জিয়া মঞ্চ নেতা নিহত

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে ট্রলির সংঘর্ষে জিয়া মঞ্চ নেতা নিহত
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে ট্রলির সংঘর্ষে জিয়া মঞ্চ নেতা নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে অবৈধ ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সজিবুল ইসলাম সজল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক ছিলেন।

দুপুর সাড়ে ১২টার দিকে কনকদিয়া বাজার সংলগ্ন সরদার বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে। সজল বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অবৈধ ট্রলি তার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামে মো. মোশারফ হাওলাদারের ছেলে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, ট্রলির চালককে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৮ ● ১২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ