গলাচিপায় জরাজীর্ণ ঘরে অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় জরাজীর্ণ ঘরে অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


গলাচিপায় জরাজীর্ণ ঘরে অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্বর গোলখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে মোসা. তানজিলা (২৫) ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছে। পরিবারটি অন্যের জমিতে থাকা জরাজীর্ণ ঘরে বসবাস করছে।

পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী। স্বামীর দীর্ঘদিন অসুস্থতার কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই তানজিলা মানুষের বাড়িতে কাজ করে পরিবারকে চালাচ্ছেন।

তানজিলা বলেন, জন্মের পর থেকেই দরিদ্রতার হাতছানি। বাবা ছোটবেলায় মারা গেছেন। মা কষ্টে আমাকে বিয়ে দিয়েছেন। স্বামী অসুস্থ থাকায় আমি একাই সংসারের দায়িত্ব সামলাচ্ছি। আমাদের নেই নিজের জমি, নেই ঘর। স্বপ্ন দেখি কবে নতুন ঘরে বসব। সরকারিভাবে যদি একটি ঘর পাই, জীবনটা সুখে কাটবে।

স্থানীয়রা জানান, তানজিলা ও তার পরিবার সত্যিই অসহায়। গোলখালী ইউনিয়নের মেম্বর মো. বাবুল ফকির বলেন, সরকারিভাবে তাদের জন্য একটি ঘর দেওয়া হলে পরিবারটির অনেক উপকার হবে।

গোলখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, অসহায় পরিবার হলে বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৮ ● ২২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ