গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে এক স্বামী স্ত্রীকে ছুরিকাঘাত করেছে। পরে একই স্বামী নিখোঁজ হয়ে ঝুলন্ত মরদেহ হিসেবে উদ্ধার হন।

মৃত ব্যক্তির নাম আলামিন গাজী (৪৫)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের মিজান মিয়ার মাছের ঘের পাশে একটি গাছ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আলামিন তার স্ত্রী নাজমা বেগমকে (৪৫) অটোরিকশায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যান। পরে বাঁশতলা এলাকায় পৌঁছালে নাজমাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় নাজমাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পর আলামিনের অটোরিকশা পানপট্টি বোয়ালিয়া বেড়িবাঁধের কাছে একটি বৈদ্যুতিক খুঁটির কাছে পাওয়া যায়। মঙ্গলবার সকালে তুলারাম গ্রামের মিজান মিয়ার ঘেরপাড়ে একটি গাছে আলামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আশাদুর রহমান জানান, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে আলামিন স্ত্রীকে আঘাত করেন। পরে তার মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার সঠিক কারণ জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৬ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ