লোহার গ্রিলে সৌন্দর্য হারাচ্ছে পায়রা সেতু

হোম পেজ » পটুয়াখালী » লোহার গ্রিলে সৌন্দর্য হারাচ্ছে পায়রা সেতু
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫


লোহার গ্রিলে সৌন্দর্য হারাচ্ছে পায়রা সেতু

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন পায়রা সেতুতে লোহার গ্রিল বসানোয় হারাচ্ছে সেতুর নান্দনিক সৌন্দর্য। নিরাপত্তার কথা বলে বসানো এই গ্রিলকে অনেক দর্শনার্থী ‘কারাগারের খাঁচা’ হিসেবে তুলনা করছেন। এতে হতাশ হয়েছেন  দর্শনার্থীরা, পাশাপাশি কমে গেছে আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত চার লেনের এ সেতুটি ২০২১ সালের ২৪ অক্টোবর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়। উদ্বোধনের পর থেকে সেতুটি হয়ে ওঠে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন বিকেল ও ছুটির দিনে হাজারো মানুষ এখানে ভিড় জমিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতেন।
কিন্তু সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেতুর দুই পাশে উঁচু কংক্রিট দেয়ালের ওপর লোহার গ্রিল বসানো শুরু করে। বরিশাল অংশের প্রায় ৪৬৩ মিটার অংশে ইতোমধ্যে গ্রিল বসানো সম্পন্ন হয়েছে।
সেতুর সৌন্দর্য হারানোর বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ মিয়া বলেন, ডিজাইনের সঙ্গে মানানসই বিকল্প কাঠামো করা যেত, যাতে সৌন্দর্য অটুট থাকত।
লেবুখালী পয়েন্টের ব্যবসায়ী দুলাল মুনসী জানান, গ্রিল বসানোর পর থেকে দর্শনার্থীর সংখ্যা কমে যাওয়ায় স্থানীয় দোকানপাটের বেচা-বিক্রিও কমে গেছে।
কলেজছাত্রী রোজিনা আক্তার বলেন, আগে মনে হতো আকাশের নিচে নদীর ওপর দাঁড়িয়ে আছি, এখন মনে হয় কারাগারে আছি।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, ছবি তুলতে গিয়ে তরুণরা সেতুর মাঝ বরাবর চলে আসায় দুর্ঘটনার ঝুঁকি ছিল। তবে সচেতনতাকেই বেশি গুরুত্ব দেওয়া দরকার।
সওজের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জামিল হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থেই গ্রিল বসানো হচ্ছে। তবে সেতুর বাকি এক হাজার মিটার অংশে কবে গ্রিল বসানো হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এমআর

বাংলাদেশ সময়: ১৪:১০:৩৯ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ