মাদারীপুরে নিত্যপণ্যের দামে সাধারণ মানুষ দিশেহারা

হোম পেজ » ঢাকা » মাদারীপুরে নিত্যপণ্যের দামে সাধারণ মানুষ দিশেহারা
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫


মাদারীপুরে নিত্যপণ্যের দামে সাধারণ মানুষ দিশেহারা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী। সম্প্রতি সামান্য স্থিতিশীলতা দেখা গেলেও কিছুদিনের মাথায় আবার দাম বেড়ে গেছে। সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব কমানো যায়নি বলে অভিযোগ ভোক্তাদের।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা যায়, নতুন সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। টমেটো ১৫০, বেগুন ১২০, মুলা ৭০, করলা ৮০, ঢেঁড়স ৭০, পটল ৭০, চিচিঙ্গা ৭০, বরবটি ৮০ এবং কাঁচা মরিচ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ ৭০-১০০ এবং বাঁধাকপি ১০০ টাকা কেজি দরে পাওয়া যায়। পেঁপে কিনতে গেলে প্রতি কেজি খরচ হয় ৪০ টাকা।

মুদি দোকানে চালের দাম অপরিবর্তিত। মিনিকেট চাল ৮৫, আটাশ মোটা চাল ৬৫, মসুরের ডাল ১০০, আটা ৫০, চিনি ১০৫ এবং ৫ লিটার সয়াবিন তেল ৯২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১২ লিটার গ্যাসের বোতল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫০-১০০ টাকা বেশি দরে ১৩২০-১৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

 

মাদারীপুরে নিত্যপণ্যের দামে সাধারণ মানুষ দিশেহারা

মাছের বাজারও ব্যয়বহুল। ইলিশ ২৬০০-২৭০০, রুই ৩৮০-৪৫০, কাতল ৪০০-৫০০ এবং মাঝারি চিংড়ি ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের দামও বেশি; ব্রয়লার মুরগি ১৮০, সোনালী মুরগি ৩২০, দেশি মুরগি ৭০০, দেশি হাঁস ৫৫০, গরু ৭৫০ এবং খাসি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল ডিম ১৩৫ টাকা ডজন।

সরকারি চাকরিজীবী মোসাদ্দেক হোসেন সাগরকন্যাকে বলেন, বেতন অনুযায়ী বাজারের খরচ সামলানো কঠিন হয়ে গেছে। সবজি কিনলেও দাম ৭০ টাকার নিচে নেই।

দিনমুজুর তুষার আহমেদ বলেন, সারাদিনের উপার্জন বাজারেই শেষ হয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে পরিবার কিভাবে চলবে জানি না।

বিক্রেতারা জানাচ্ছেন, ১৫-২০ দিনের মধ্যে নতুন সবজি আসলে দাম কমে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৪:০২:৫৬ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ