কলাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মিলিত হন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার সমাবেশের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:০২:২১ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ