পায়রায় ০৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টিপাত শুরু

হোম পেজ » আবহাওয়া » পায়রায় ০৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টিপাত শুরু
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালীতে ০৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টিপাত শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বুধবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।

গত দুই দিনও এলাকা ভিত্তিক থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হয়। এতে নিম্ন আয়ের শ্রমজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল। আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে পটুয়াখালী পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। সকল মাছধরা ট্রলারের জেলেদের উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্র থাকা সব ট্রলারের জেলেদের সতর্কতার সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে। অনেক ট্রলার শিব্বারিয়া পোতাশ্রয়ে নিরাপদে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৪৪ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ