বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫


বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার জেলেদের উপকূলে আনার পর গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

নৌবাহিনী জানায়, শনিবার (৩০ আগস্ট) নিয়মিত টহল চলাকালে যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন এলাকায় ভাসমান ট্রলারটি শনাক্ত করে।

ট্রলারটির নাম ‘এফবি মায়ের দোয়া’। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এটি দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসছিল। এ সময় খাদ্য ও পানির সংকটে জেলেরা দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি অনুধাবন করে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে। তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সবাই সুস্থ আছেন।

জানা যায়, ট্রলারটি গত ১৫ আগস্ট সমুদ্রে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির শিকার হয়। পরে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের নিরাপদে টোয়িং করে কোস্টগার্ডের ‘বিসিজিএস আত্রাই’-এর কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমার নিরাপত্তা, জেলেদের জীবনরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্রসম্পদ সুরক্ষায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:১৪:৫৮ ● ২০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ