নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫


 

নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জলাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন জলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুলতান মাহমুদ খান। প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান ও জলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. সরোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদার, এমাম আকন, মাশফিকুর রহমান সোহেল, ইমতিয়াজ আহমেদ সোহাগ, রাজিব রায়হানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সঞ্চালনায় ছিলেন জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, পিরোজপুর-২ আসনে যাকে দল মনোনয়ন দেবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকব। জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায়। বিএনপি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে জনগণের ভোটে সরকার গঠন করবে।

বাংলাদেশ সময়: ২১:৩৮:০২ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ