
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল করিম হাওলাদার ও রাজন।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্পদিনের মধ্যে দেশে আসবেন। দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন। দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এবারের নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। সঞ্চালনা করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা ও রহমতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু।
বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল, শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, ছাত্রদল আহ্বায়ক আতিক আল-আমিন ও সদস্য সচিব ইয়াসিন আরাফাত ও ডিগ্রী কলেজ শাখা আহ্বায়ক আসিফ সিকদার প্রমুখ।
সম্মেলনে সংযুক্তি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।