কলাপাড়ায় তৃণমূলের ভূমিকা: জলবায়ু সুশাসন শীর্ষক সেমিনার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় তৃণমূলের ভূমিকা: জলবায়ু সুশাসন শীর্ষক সেমিনার
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


 

জলবায়ু সুশাসন শীর্ষক সেমিনার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কমিউনিটি ভিত্তিক জলবায়ু সুশাসন বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতা অপরিহার্য। দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, বরাদ্দকৃত অর্থের ব্যবহারহীনতা এবং ত্রাণ বিতরণে অস্বচ্ছতা উপকূলীয় এলাকায় বড় সমস্যা। এছাড়া, উন্নয়ন প্রকল্পে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ না থাকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এ সেমিনার আয়োজন করে। ওয়েভ ফাউন্ডেশনের বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (এসসিজিজিপি) প্রকল্পের অধীনে অনুষ্ঠিত এ সেমিনারের সভাপতিত্ব করেন প্রজেক্ট অফিসার আশিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অমল মুখার্জি। উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার।

বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেটে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত প্রশাসনিক ব্যয় প্রায় তিন থেকে চার গুণ বাড়ানো হয়, যা কমাতে হবে। জরুরি ত্রাণ বিতরণে অনিয়ম ও অপব্যবহার রোধ করা জরুরি। পাশাপাশি প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

সেমিনারের দ্বিতীয় সেশনে তিনটি গ্রুপে অংশগ্রহণকারী সাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে নানা অসংগতি প্রস্তাবনা আকারে তুলে ধরেন। কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:০১:০৮ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ