গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত ৪

হোম পেজ » রংপুর » গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত ৪
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গাইবান্ধা 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী কাভার্ডভ্যান একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানচালক ও এক যাত্রী নিহত হন।

আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দুইজনের মৃত্যুর খবর স্বীকার করে বলেন, নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০:১০:৩৯ ● ১৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ