কুয়াকাটার চরধুলাসার সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটার চরধুলাসার সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা চরধুলাসার সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের সূত্রে কুয়াকাটা নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে সাগরে ট্রলার ডুবির ঘটনায় কোনো জেলের লাশ হতে পারে এটি।

বাংলাদেশ সময়: ২২:০৮:১৫ ● ২৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ