রাঙ্গাবালী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ বহিষ্কার

হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ বহিষ্কার
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


 

রাঙ্গাবালী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেয় জেলা কমিটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

জেলা কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় জোনায়েদ হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ। একই সঙ্গে ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:২৭ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ