পটুয়াখালীতে মাদ্রাসার কক্ষে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে মাদ্রাসার কক্ষে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫


নিহত মো. বেলাল মাতবর- ছবিঃ সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে ছাত্রলীগের নেতা ও মাদ্রাসার কর্মচারী মো. বেলাল মাতবরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে প্রাইভেট পড়তে আসা এক ছাত্র মাদ্রাসার কক্ষে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, মৃত বেলাল মাতবর মাদারবুনিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার শাহ আলম মাতবরের ছেলে।

গত ৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে তিনি আর নিয়মিতভাবে বাড়িতে থাকতেন না। প্রায়ই বিভিন্ন স্থানে রাত কাটাতেন। মাঝে মাঝে ওই মাদ্রাসার কক্ষেও অবস্থান করতেন। কর্মচারী হওয়ায় কক্ষটির চাবি তার কাছেই ছিল। শনিবার রাতে মাদ্রাসায় থাকার পর পাশের ভাঙা টিনের কক্ষে তার লাশ পাওয়া যায়।

সদর থানার এসআই শিশির বলেন, বেলালের মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। সকালে মাদ্রাসার ছাত্র কাওসার প্রাইভেট পড়তে এসে তাকে পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, বেলালকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান এসআই শিশির।

বাংলাদেশ সময়: ০:২৭:০৬ ● ২৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ