
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা আবাসিক হোটেল ‘সি লোটাস’ থেকে অভিনব কায়দায় চারটি স্মার্ট টিভি চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) শেষ বিকেলে এই ঘটনা ঘটে।
হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্য অনুযায়ী চুরির সাথে জড়িত ব্যক্তির নাম শাওন রানা, পিতা আনোয়ার হোসেন, স্থায়ী ঠিকানা খুলনা সিটি কর্পোরেশন এলাকায়, খুলনা ।
হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় জানান, অতিথি পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি ম্যানেজারকে জানান, তাঁর সাথে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রুমে কোন গেস্টের শব্দ না পেয়ে ডাইরিতে অন্তর্ভুক্ত নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখা যায় চারটি রুমের টিভি নেই।
সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টনে ভরে সুযোগ বুঝে পালিয়ে যান।
এ প্রসঙ্গে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধু চক্র সুযোগ বুঝে অপকর্ম করে থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা দাবি জানাচ্ছি- এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।
ঘটনার পরপরই হোটেল কর্তৃপক্ষ মহিপুর থানা ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেছে। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে।