আমতলীতে মানববন্ধন বরগুনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবি

হোম পেজ » বরগুনা » আমতলীতে মানববন্ধন বরগুনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবি
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আমতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা নির্বাচন কমিশনের প্রতি বরগুনার তিনটি আসন পুনর্বহালের দাবি জানান।

স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে বরগুনায় তিনটি সংসদীয় আসন ছিল। বরগুনা সদর ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা-১, পাথরঘাটা ও বামনা উপজেলা নিয়ে বরগুনা-২ এবং আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-৩ আসন গঠিত ছিল। কিন্তু ২০০৮ সালের ১০ জুলাই তৎকালীন সরকার সমর্থিত নির্বাচন কমিশন বরগুনার আসন সংখ্যা তিন থেকে কমিয়ে দুই করে। এতে বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে বরগুনা-১ এবং পাথরঘাটা, বেতাগী ও বামনা নিয়ে বরগুনা-২ আসন গঠন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসন পুনর্বিন্যাসের কারণে বরগুনার সাড়ে ১২ লাখ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৩০ জুলাই প্রকাশিত খসড়া গেজেটে বরগুনার আসন পুনর্বহাল না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে গত ১০ আগস্ট নির্বাচন কমিশনে ১৩০ জন ব্যক্তি আপিল করেছেন। আগামী ২৫ আগস্ট এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক অ্যাডভোকেট মজিদ মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ভিপি মানুন, সদস্য সচিব তুহিন মৃধা, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন, সৈয়দ আসাদুজ্জামান কাওসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বরগুনা জেলা বিএনপির সদস্য ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, সুষম উন্নয়ন নিশ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে পৌঁছাতে তিনটি আসন পুনর্বহাল অপরিহার্য। সাবেক সাংসদ অধ্যাপক অ্যাডভোকেট মজিদ মল্লিকও ভৌগলিক ও প্রশাসনিক বাস্তবতার প্রেক্ষিতে আসন পুনর্বহালের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৩৮ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ