চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঐতিহাসিক ডোমন সিং-এর পুকুর ও পাটাল রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকালে শান্তিমোড় মাইক্রো স্ট্যান্ডের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালু। প্রধান অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মুনির। সঞ্চালনা করেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন।

এসময় বক্তব্য রাখেন ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল আলী, সেরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা ঐতিহাসিক এ পুকুর ও পাটাল দখলের চেষ্টা চালিয়ে আসছে। দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ ও ৬ নম্বর ওয়ার্ডের শত শত মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২:৫২:১৯ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ