
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির মৃদু বিষধর কাঁকড়া-ভুক পাইন্না সাপ (Crab-eating Water Snake, Fordonia leucobalia) উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে সৈকতের জিরো পয়েন্টের পূর্ব দিকে প্রায় ২ ফুট লম্বা সাপটি স্থানীয় সংগঠনের সহযোগিতায় উদ্ধার হয়।
প্রথমে সৈকতের ওয়াটার বাইক চালক আব্দুল সালাম সাপটি দেখতে পান। পরে ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), কুয়াকাটা পৌরসভা কর্মী এবং বন বিভাগের যৌথ উদ্যোগে সাপটি উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়।
অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়া-ভুক পাইন্না একটি বিরল পানিসাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। এর বিশেষ বৈশিষ্ট্য হলো কাঁকড়াকে টুকরো টুকরো করে খাওয়া, যা সাপের জগতে বিরল। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু এলাকায় এ সাপ দেখা যায়।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, উত্তাল ঢেউয়ের স্রোতে সাপটি বালিতে আটকে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয় ও পর্যটকরা ভিড় করলেও কেউ এটিকে ক্ষতি করেনি। পরে প্রশিক্ষিত টিম বন বিভাগের সহায়তায় এটিকে উদ্ধার করে অবমুক্ত করে।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, কাঁকড়া-ভুক পাইন্না সুন্দরবনের একটি বিরল প্রজাতির পানিসাপ। এর প্রধান খাদ্য কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী। লাজুক স্বভাবের কারণে এটি মানুষের জন্য ক্ষতিকর নয়।