মহিপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » মহিপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


মহিপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পটুয়াখালীর মহিপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) অনিমেষ হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাহাবুব হোসেন এবং কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের নিযুক্ত পরিদর্শক মো. নাজমুল আহসান।

অনুষ্ঠানে মহিপুর থানার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মামলার বাদী ও স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন। অতিথিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নানান সমস্যা তুলে ধরেন।

প্রধান অতিথি পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ তাঁর বক্তব্যে বলেন, জনগণের সেবায় পুলিশ সবসময় বদ্ধপরিকর। যে কোনো সমস্যায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করুন। যদি কোনোভাবে থানার পক্ষ থেকে অবহেলার শিকার হন, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া শান্তি ও শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস স্থাপনের মাধ্যমেই অপরাধ দমন সহজ হবে।

বাংলাদেশ সময়: ২২:০৯:৪৭ ● ১১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ